জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম। উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুলে তিনটি নির্বাচনী কেন্দ্র আছে। এসব কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ করা গেছে। কিন্তু ভেতরে ভোটারদের তেমন উপস্থিতি নেই। পোলিং কর্মকর্তারা বলছেন, ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ২ ঘণ্টায় এ কেন্দ্রে ৪০টির মতো ভোট পড়েছে।
আইইএস স্কুলের ১৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল ইসলাম মিয়া বলেন, ১১টা পর্যন্ত তাঁর কেন্দ্রে ২০টির মতো ভোট পড়েছে। নির্বাচনের পরিস্থিতি সুস্থ। কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই নেই।