প্রায় ২০ লাখ বছরের পুরোনো একটি খুলি থেকে মানব বিবর্তন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব বলে মনে করছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা। অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক খুলিটির বিভিন্ন খণ্ড উদ্ধার করেছিলেন ২০১৮ সালে।
বিবিসির খবরে বলা হয়েছে, খুলিটির কয়েক খণ্ড আবিষ্কারের পর প্রত্নতত্ত্ববিদেরা সেগুলো জোড়া লাগানোর কাজ করেন। একই সঙ্গে তাঁরা ফসিলটি নিয়ে গবেষণা শুরু করেন। তাঁদের গবেষণার ফলাফল গত মঙ্গলবার নেচার, ইকোলজি অ্যান্ড ইভল্যুশন নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।