দেশের সব অঞ্চলে কম-বেশি শীত নেমে গেছে। এর মধ্যে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর এ তথ্য জানিয়েছে।
আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।