সম্ভাবনা জাগিয়েও ফাইনালে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করাতে পারেনি ট্রেইলব্লেজার্স। তারপরও আশা হারাননি দলটির অধিনায়ক স্মৃতি মান্ধানা। কারণ, নিজেদের স্পিন বিভাগের উপর বরাবরই তার ছিল অগাধ আস্থা। সাদামাটা স্কোর নিয়ে শিরোপা জেতার পর তিনি আলাদা করে উল্লেখ করেন সালমা খাতুনের নাম। ভারতীয় তারকা জানান, বাংলাদেশের এই অফ-স্পিনারের স্পেলই ব্যবধান গড়ে দেয় ম্যাচে।
সোমবার রাতে সালমার দুর্দান্ত বোলিংয়ে নারীদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ট্রেইলব্লেজার্স। দলকে জেতাতে চার ওভারের কোটা পূর্ণ করে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের এই তারকা। অবদান রাখেন একটি রানআউটেও।