জাতীয় বিশ্ববিদ্যালয়ের মৌখিক পরীক্ষা হবে জুম অ্যাপসে
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০, ১১:১৩
করোনার সংক্রমণজনিত পরিস্থিতিতে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৮ সালের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের (বিশেষ) মৌখিক পরীক্ষা জুম অ্যাপসের মাধ্যমে গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম বলেন, মৌখিক পরীক্ষা বিষয়ওয়ারি ভিডিও কনফারেন্সের (জুম অ্যাপসে) মাধ্যমে ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ১৫ নভেম্বর শুরু হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।