You have reached your daily news limit

Please log in to continue


ইসরাইলকে দেয়া অবৈধ সমর্থন বন্ধ করতে হবে: মালয়েশিয়া

ইসরাইলের প্রতি অবৈধ সমর্থন বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার ইসলামিক সংগঠনগুলি। ট্রাম্পের নৃশংস নীতির কারণেই ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের সুযোগ পেয়েছে ইসরাইল। এজন্য ইসরাইলকে সমর্থন পর্যালোচনা করতে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সমস্ত জাতির সার্বভৌমত্ব স্বীকৃত নিশ্চিত করার তাগিদ দিয়েছে ইসলামিক সংগঠগুলি। মালয়েশিয়ার ইসলামিক পরামর্শক সংস্থার পরিষদের প্রধান মোহাম্মদ আজমি আবদুল হামিদে এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনকে ফিলিস্তিন সংগ্রামে-এর ভূমিকা পর্যালোচনা করতে এবং ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি’। ইসরাইল পুরোপুরি ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বাইডেন শুধুমাত্র আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে নয়, মার্কিন-ইসরাইলের নীতির কারণে গত সাত দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের ওপর অভিশাপ। মার্কিন প্রশাসনের এই ধরনের নীতি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সুতরাং বাইডেনের প্রশাসনের কাজ হবে এই ধরনের নীতি পরিহার করা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন