নওগাঁর ধামইরহাটে শত শত বিঘা তিন ফসলি কৃষি জমির ফসল পানি নিষ্কাশনের অভাবে এখনো পানিতে তলিয়ে রয়েছে। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় জমিগুলো প্রায় কয়েক বছর ধরে পানির নিচে তলিয়ে থাকে। ফলে ওই এলাকার কৃষকরা বর্ষা মৌসুমে কোন ফসল উৎপাদন করতে পারেন না।
তবে শত কষ্টের পরও ওইসব জমিতে কৃষকরা ধান, রসুন, পেঁয়াজ, আলু, পোটল, করলার চারা রোপণ করে থাকলেও একটু বৃষ্টি বা বর্ষার পানিতে তলিয়ে গিয়ে তাদের চারাগুলো পচে নষ্ট হয়ে যায়। টানা বৃষ্টিপাতে জমিগুলোতে পানি জমে থাকায় রোপণ করা ধানের চারাগুলো পচে নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক পর্যায়ের কৃষকরা।