অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ ওঠার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) উত্তম কুমার বড়ুয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তাঁকে কেন ওএসডি করা হলো, তা নিয়ে এক বৈঠকের আয়োজন করেন হাসপাতালের উপপরিচালক কে এম মামুন মোর্শেদ। ওই বৈঠকে হাসপাতালের সব চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীর সামনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমালোচনা ও সরকারি আদেশের বিরুদ্ধে বিষোদগার করা হয়। সরকারি চাকরি বিধিমালা অনুযাযী এ ধরনের বৈঠক করা গুরুতর অপরাধ।