সৌদি আরবে ধর্ম ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক অর্থবোধক নাম রাখা হয় না। তার পরও অনেকেই পশ্চিমা দেশগুলোর প্রভাবে আধুনিক নাম রাখেন। কিন্তু এখন থেকে আর সেই সুযোগ মিলবে না। সম্প্রতি ইসলামি শরিয়া আইন লঙ্ঘন করে এমন নাম রাখার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিভিল অ্যাফেয়ার্স এজেন্সি নাম নিবন্ধনের জন্য নতুন বিধি প্রবর্তন করেছে, যার মধ্যে এই নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আবদুল রাসূল (রাসূলের গোলাম) এর মতো নাম নিবন্ধিত হবে না। নাম সম্পর্কিত ফতোয়া বা ধর্মীয় আদেশের কারণে সাধারণ মেয়েদের মধ্যে প্রচলিত মালাক (ফেরেশতা) নামটিও নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা পূর্ণ নাম এবং ডাকনামের জন্যও প্রযোজ্য।