You have reached your daily news limit

Please log in to continue


জানা গেলো ভুয়া নবাবের আসল পরিচয়, ধরা পড়লো সাগরেদরাও!

অবশেষে আসল পরিচয় মিলেছে ভুয়া নবাব খাজা আলী হাসান আসকারীর। তার আসল নাম কামরুল ইসলাম হৃদয়। বিহারি বংশোদ্ভূত এই ব্যক্তি নবাব এস্টেটের সম্পত্তি দখলের জন্য ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করেন। সেই জন্ম নিবন্ধনের ভিত্তিতে তৈরি করেন পাসপোর্ট। সেগুলো দিয়ে তৈরি করেন জাতীয় পরিচয়পত্র। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, নবাব এস্টেটের সম্পত্তি দখলের পাশাপাশি এই ভুয়া নবাব টার্গেট করে মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তার পছন্দের টার্গেট ছিল দেশের বিভিন্ন এলাকার মাদ্রাসার শিক্ষকরা। এখন তার বিরুদ্ধে প্রতিদিনই নতুন নতুন প্রতারণার তথ্য মিলছে। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে ভুয়া নবাব তার আসল পরিচয় প্রকাশে অস্বীকার করলেও আমরা তার আত্মীয়-স্বজনকে খুঁজে বের করেছি। এখন তার প্রতারণা করে হাতিয়ে নেওয়া অর্থের খোঁজ নেওয়া হচ্ছে। এজন্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো হয়েছে।’ ফেসবুকে নিজেকে ঢাকার নবাবের বংশধর পরিচয় দিয়ে প্রচারণা চালিয়ে আলী আহসান আসকারী দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। নিজেকে নওয়াব সলিমুল্লাহর নাতি হিসেবে পরিচয় দিয়ে বলতেন তার বাবা নিউইয়র্কে থাকেন এবং তিনি নিজে নেদারল্যান্ডসে থাকেন। আরও বলে বেড়াতেন, তার বাবা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের চেয়ারম্যান। দুবাইতে তাদের স্বর্ণের কারখানা এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের মালিকানা তার বাবার। ওই হাসপাতালে নার্স নিয়োগের কথা বলে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছেন। এমন একাধিক অভিযোগের ভিত্তিতে সম্প্রতি তাকে গ্রেফতার করে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন