প্রায়ই খবরের কাগজ কিংবা গণমাধ্যমে প্রতারণার খবর প্রকাশিত হয়। এই অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। সমাজে বসবাসের ফলে মানুষের সঙ্গে মানুষের বিভিন্ন সম্পর্কে তৈরি হয়, যার ভিত্তি হলো বিশ্বাস। প্রতারণার ফলে মানুষের ওপর মানুষের বিশ্বাস নষ্ট হয়, যার ফল পরোক্ষভাবে সমাজের ওপর এসে পড়ে। সামাজিক বন্ধনে আবদ্ধ মানুষের সম্পর্ক নষ্ট করে বলে প্রতারণাকে সামাজিক ভাইরাস বলা উচিত।
বাংলাদেশ দণ্ডবিধির ৪১৫ ধারায় প্রতারণার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। আসলে প্রতারণার নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া খুব কঠিন। কারণ, প্রতিনিয়ত প্রতারকেরা নতুন নতুন উপায় মানুষকে প্রতারিত করছে। মানুষ জীবনে কোনো না কোনো সময়ে ছোটখাটো হলেও এমন পরিস্থিতির শিকার হয়।