বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে সাতটি প্রকল্পের সব কটিতেই অনিয়ম হয়েছে বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, প্রকল্পগুলোর জন্য বরাদ্দ অর্থের ৫৪ দশমিক ৪ শতাংশ আত্মসাৎ অথবা অপচয় করা হয়েছে।
গতকাল এক র্ভ্চা্যুয়াল সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন অর্থায়ন ও প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, সাতটি প্রকল্পের জন্য ৬৮ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৩৭ কোটি ৭ লাখ টাকা বিভিন্নভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ও আঁতাতের মাধ্যমে আত্মসাৎ বা অপচয় করা হয়েছে।