মহামারি করোনাভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকায় কৃষিপণ্যে ফলন না হলেও এবার স্ট্রবেরির উৎপাদন বেড়েছে। দেশটিতে ১৯৪০-১৯৫৯ সালে শুরু হওয়া একটি ব্রিডিং প্রদ্ধতিতে চৌদ্দ জাতের স্ট্রবেরি বাণিজ্যিক চাষাবাদ হয়ে আসছে।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় স্ট্রবেরি গত ৫০ থেকে ৬০ বছর ধরে উৎপাদন হয়ে আসছে। ২০০টিরও বেশি জাত আমদানি করে নিয়মিত বাণিজ্যিকভাবে চাষাবাদ করে ইউরোপের বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে। আবহাওয়া এবং বাণিজ্যিক চাহিদার সঙ্গে মিল রেখে এখন মাত্র ১৪টি জাতের স্ট্রবেরি নিয়মিত উৎপাদন করছে ফার্ম মালিকরা।