সংসদ লেকে ভাসানো হলো বাংলার ঐতিহ্যের ২ নৌকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২০, ১৭:২৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন দুটি নৌকা তৈরি করে সেগুলো জাতীয় সংসদ লেকে ভাসানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নৌকা দুটি ভাসানো হয়।নৌকা ভাসানোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

প্রধান অতিথি বক্তব্যে নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপাদমস্তকে একজন বাঙালি। তিনি বাঙালি জাতিসত্তা এবং সংস্কৃতিকে লালন করতেন। বাঙালি সংস্কৃতির মুক্তি এবং তা বিশ্ব দরবারে তুলে ধরতে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাই তার দলীয় প্রতীকও নৌকা। এজন্য বঙ্গবন্ধুর সোনার বাংলা, আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা এবং এদেশের সংস্কৃতিকে সংরক্ষণ করতে হবে, প্রচারের উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এগুলো দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে হবে। এজন্য যথাযথ কর্মসূচি গ্রহণ করতে হবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us