তুরস্কের 'গ্রে উলভস' গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে ফরাসি সরকার। তুর্কি জাতীয়তাবাদী এই গোষ্ঠী ঘৃণা ছড়াচ্ছে এবং সহিংসতায় উস্কানি দিচ্ছে বলে অভিযোগ ফ্রান্সের। সরকারি মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রিসভা সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে।
ফ্রান্সের অভিযোগ, এই গোষ্ঠী চরম সহিংস কাজে লিপ্ত, তারা সহিংস হুমকি দিচ্ছে এবং আর্মেনিয়দের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। গত সপ্তাহে লিয়ঁ শহরে আর্মেনিয়দের একটি স্মারকের মর্যাদাহানি করা হয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন। খবর ডয়চে ভেলের।