বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে মাহফুজ মুন্সি (২৫) নামে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী ২৯ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন।বুধবার (০৪ নভেম্বর) দুপুরে মাহফুজ মুন্সির দোকানের সামনে পাওনাদাররা বিক্ষোভ করেছেন। টাকা নিয়ে উধাও হওয়া মাহফুজ মুন্সি উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত খোকন মুন্সির ছেলে। টরকী বন্দরের ট্রাকস্ট্যান্ডে একটি দোকান ভাড়া নিয়ে কয়েক বছর ধরে বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবে ব্যবসা চালিয়ে আসছিলেন তিনি।