নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জনগণের প্রতি রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই করুন। ভয় পাবেন না। রাজপথে না আসলে মুক্তি হবে না আপনাদের।’ বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই আহ্বান জানান।
এ সময় মান্না বলেন, ‘আওয়ামী লীগ মানে জুয়ার দল, আওয়ামী লীগ মানে নারী ধর্ষণ করে। আওয়ামী লীগ যে গণতন্ত্রের দল ছিল, আন্দোলনের দল ছিল, নির্বাচনের দল ছিল, মুক্তিযুদ্ধের দল ছিল– এখন সেই দল আর নেই।