তুরস্কে ভুমিকম্পের ৯১ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশু উদ্ধার

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ১৯:০৪

তুরস্কে ভূমিকম্পের ৯১ ঘণ্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এজিয়ান সাগরের তীরবর্তী তুরস্ক ও গ্রিসে আঘাত হানা এ ভূমিকম্পে অনেক লোকের প্রাণহানিসহ সহস্রাধিক মানুষ আহত হয়েছে। এর মধ্যে আশ্চর্যজনকভাবে তুরস্কের ইজমির অঞ্চল থেকে উদ্ধারকর্মীরা এ নারী শিশুটিকে জীবিত উদ্ধার করতে সমর্থ হল।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার হওয়া শিশুটির নাম আয়লা গেজগিন এবং তার বয়স ৪ বছর। উদ্ধারকর্মী নুসরাত আকসয় জানান, উদ্ধারের আগে তিনি ধ্বংসস্তূপের পাশ থেকে কান্নার শব্দ পেয়ে মেয়েটিকে শনাক্ত করেন।

প্রকাশিত সংবাদ সূত্র বলছে, শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করা হয় এবং এরপর কম্বল জড়িয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us