সবকিছু ভাগ্যের হাতে তুলে দিয়েছেন এউইন মরগান। আইপিএলের ১৪ ম্যাচ শেষে ঠিক ১৪ পয়েন্ট পেয়েও প্লে-অফ নিশ্চিত হয়নি কলকাতা নাইট রাইডার্সের। এবারের আইপিএলে এই প্রথম সব কটি দলই অন্তত ৬ ম্যাচ জিতেছে। ফলে এবার প্লে-অফের সমীকরণ বেশ জটিল হয়ে উঠেছে। কাল যেমন দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সে ম্যাচ জিতে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে দিল্লি।
মজার ব্যাপার, হেরেও খুব ক্ষতি হয়নি বেঙ্গালুরুর। তারাও এলিমিনেটরে পৌঁছে গেছে। কলকাতার কপালে সে সৌভাগ্য নেই। নিজেদের ভাগ্য মাঠে নির্ধারণ করতে পারছে না তারা। তাদের তাকিয়ে থাকতে হচ্ছে আজকের সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচের দিকে। সে ম্যাচে হায়দরাবাদ জিতলেই কপাল পুড়বে কলকাতার। আর এমন ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজিটিকে মন খারাপ করা এক কথাই শুনিয়েছেন ব্রায়ান লারা। তাঁর ধারণা, হায়দরাবাদের জয়ের কাজটা সহজ করে দিতে পারে মুম্বাই।