পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়দার ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে ফ্রান্স। এই হামলায় এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার (৩০ অক্টোবর) অভিযান চালায় ফ্রান্স। ওই এলাকায় নজরদারি চালাচ্ছিল ফরাসি বাহিনীর ড্রোন।
এ সময় মধ্য মালিতে আনারুল ইসলাম গোষ্ঠীর জঙ্গিদের একটা বিশাল কনভয় তাদের নজরে আসে। এই আনারুল গোষ্ঠী মূলত আল-কায়দার সঙ্গে কাজ করে। পার্লি আরও জানান, ফ্রান্সের নজরদারি ড্রোন দেখার পর জঙ্গিরা গোপন ডেরায় আশ্রয় নেয়। তবে বিমানবাহিনী সেই ডেরা চিহ্নিত করে হামলা চালায়।