তিন হাসপাতাল ঘুরেও চিকিৎসা না পেয়ে দুই নবজাতকের মৃত্যু
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২০, ১৬:৩১
তিন হাসপাতাল ঘুরেও নবজাতক জমজ সন্তানের চিকিৎসা করানো যায়নি। ফলে বিনা চিকিৎসায় জমজ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিকার চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক বাবা।
সোমবার (২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে এক আদেশ দিয়েছেন। আদালত এ বিষয়ে রুলও জারি করেছেন। ওই তিন হাসপাতালে অসুস্থ জমজ শিশুকে কেন ভর্তি করা হয়নি তা জানতে চেয়েছেন আদালত।