ঢাকা- ১৮ উপনির্বাচন: খিলক্ষেতে আ.লীগ প্রার্থী হাবীবের গণসংযোগ

ঢাকা টাইমস প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ২০:০৫

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান রবিবার দিনব্যাপী খিলক্ষেত থানা এলাকায় গণসংযোগ করেছেন। খিলক্ষেত থানার ৯৬ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোট চান।

এই ওয়ার্ডে ঢাকা সিটি করপোরেশন এলাকার পাশাপাশি বেশ কয়েকটি গ্রামও রয়েছে। গণসংযোগে হাবীব হাসান এলাকার মসজিদ, বাজার এবং পাড়া-মহল্লার উল্লেখযোগ্য মোড়গুলোতে ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ছিলেন। প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের উপ-নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয় আসনটি। ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ও ১৭ নম্বর ওয়ার্ড, দক্ষিণখান, খিলক্ষেত, বিমানবন্দর, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানা এলাকা নিয়ে গঠিত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us