গুরুত্বপূর্ণ ২ রাজ্যে এগিয়ে বাইডেন: সিএনএন জরিপ

ডেইলি স্টার প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ১২:০৩

নির্বাচনের ফলাফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই রাজ্যে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।

আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্য মিশিগান ও উইসকনসিনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

তবে, আরিজোনা ও নর্থ ক্যারোলিনা রাজ্যে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচনী প্রচারণা শেষ হওয়ার পর গতকাল ৩১ অক্টোবর সিএনএন’র জরিপে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের নির্বাচনে এই চার রাজ্যেই জয়ী হয়েছিলেন ট্রাম্প। আগামী মঙ্গলবার এর কোনো একটিতে ট্রাম্প পরাজিত হলে তার ২৭০টি ইলেক্ট্ররাল ভোট পাওয়ার পথ সংকীর্ণ হয়ে যাবে।

জরিপ মতে, যেসব ভোটার আগাম ভোট দিয়েছেন তাদের মধ্যে বাইডেন-সমর্থকদের সংখ্যা বেশি। যারা এখনো ভোট দেননি তাদের মধ্যে বেশিরভাগই ট্রাম্প সমর্থক। তাদের ভোটেই নির্ধারিত হবে কে যাবেন হোয়াইট হাউসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us