সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে বার্সেলোনা। আগামী বৃহস্পতিবারের মধ্যে ফুটবলারদের বেতন কেটে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করতে না পারলে দেউলিয়া ঘোষণা করা হতে পারে ক্লাবটিকে, বিস্ফোরক এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে রেডিও রেসওয়ান। রেসওয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ শতাংশ হারে কম বেতন নেওয়ার ব্যাপারে খেলোয়াড়দের রাজী করাতে শুক্রবার এক জরুরী বৈঠকে বসেছিলেন কার্লেস টেসকুয়েটস।
পুরো বোর্ড নিয়ে জোসেপ মারিয়া বার্তেমেউয়ের পদত্যাগের পর প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত ক্লাবটির দায়িত্বে থাকবেন ম্যানেজিং কমিটির প্রধান টেসকুয়েটস। বিজ্ঞাপন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে টেসকুয়েটসের কাঁধে গুরু দায়িত্ব, বার্সাকে দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা করা।