You have reached your daily news limit

Please log in to continue


উত্তরে উজ্জ্বল কাঞ্চনজঙ্ঘা, দক্ষিণে সকালে ঘূর্ণাবর্তের মেঘ

কলকাতা-সহ দক্ষিণের উপকূলবর্তী এলাকায় সকালের দিকে আকাশে মেঘ। তবে একটু বেলা বাড়তেই উত্তুরে হাওয়া উড়িয়ে দিচ্ছে। চামড়ায় টান ধরছে। আবার উত্তরবঙ্গের আকাশ এতটাই পরিষ্কার, যে একদিকে আলিপুরদুয়ার, অন্যদিকে রায়গঞ্জ থেকে দিনেরবেলাও পরিষ্কার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গ। বছরের এই সময়ে উত্তরবঙ্গের আকাশ মেঘে ঢাকা থাকে। তাই এমনকি, শিলিগুড়ি থেকেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় না। এ বছর তার ব্যতিক্রম দেখছেন উত্তরের মানুষ। আবহবিদেরা বলছেন, দক্ষিণবঙ্গে গত কয়েকবছর এই সময়ে আকাশে যে পরিমাণ মেঘ থাকত, এবার সেই পরিমাণ তুলনায় অনেক কম। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে মাঝেমাঝেই মেঘ জমলেও তার স্থায়িত্ব বেশিক্ষণ হচ্ছে না। আর দক্ষিণের বায়ুমন্ডলের সেই মেঘ উত্তরবঙ্গে পৌঁছতেও পারছে না। তার সঙ্গে যোগ হয়েছে বাতাসে জমে থাকা ধূলিকণার পরিমাণ। বস্তুত, উত্তরবঙ্গে এ ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কৃতিত্ব মূলত লকডাউনকেই দিতে চান আবহাওয়া গবেষকেরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন