সব ইন্ডাস্ট্রিই চলে একটি নিয়মের আবর্তে। একটির লাভের টাকা অন্যটিতে বিনিয়োগ করা হয়। গত সাত মাস সিনেমা হল বন্ধ থাকায় ছবি রিলিজ় হয়নি, ফলে প্রযোজকের টাকা ছিল আটকে। বলিউড ওটিটি-তে ছবি ছেড়ে দিয়ে কিছু টাকা ঘরে তুলতে পেরেছে। টলিউডের সে ভাঁড়ারও ভরেনি। তাই প্রযোজকের পকেটে টান পড়া আশ্চর্যের নয়। অতএব টান পড়েছে বাজেটেও। এ সব ক্ষেত্রে প্রথম কোপটা সাধারণত অভিনেতাদের উপরে পড়ে। কারণ একটা বড় অংশের বাজেট এঁদের পিছনেই ধার্য করা হয়। বলিউডে শাহিদ কপূর, বরুণ ধওয়নেরা ইতিমধ্যেই জানিয়েছেন যে, তাঁরা পারিশ্রমিক কমাতে রাজি। টলিউডেরও অনেক অভিনেতা এতে সায় দিচ্ছেন। তবে চিন্তাও রয়েছে, কারণ একবার কম টাকায় রাজি হলে, সেটাই না চলতে থাকে!