হিলিতে বেড়েছে আমদানি কমেছে কাঁচা মরিচের দাম

আরটিভি প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৯:২৬

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। ফলে পাইকারি আড়তগুলোতে কমতে শুরু করেছে ভারতীয় কাঁচা মরিচের দাম।

এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে ৬০ টাকা। গত সপ্তাহে যে মরিচগুলো কেজি প্রতি বিক্রি হয়েছে ১৫০ টাকায় আজ শুক্রবার সেই মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।
হিলি স্থলবন্দরে মরিচ কিনতে আসা পাইকার আনোয়ারের সঙ্গে কথা হয়।
তিনি জানান, পূজার আগে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ১৪ থেকে ১৫ ট্রাক মরিচ আমদানি হতো। কিন্তু দুই দিন ধরে আমদানি বৃদ্ধি পেয়েছে। ফলে গেলো সপ্তাহের চেয়ে আজ হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কমেছে।সেজন্য তারা বেশি করে মরিচ কিনে দেশের বিভিন্ন জায়গাতে সরবরাহ করছেন।
দাম কমার কারণ হিসেবে আমদানিকারকরা জানান, ভারতের বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করায় আমদানি বৃদ্ধি পেয়েছে। যার জন্য দেশের বাজারে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম।
তারা আরও জানান, দেশে মরিচের বাজার স্বাভাবিক রাখতে বেশি বেশি মরিচ আমদানি করছেন। অল্প দিনের মধ্যে আরও কাঁচা মরিচের দাম কমতে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us