মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোটে রেকর্ড

বার্তা২৪ প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৪:৫২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটিতে ৮০ মিলিয়নেরও (৮ কোটি) বেশি আগাম ভোট পড়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের মার্কিন নির্বাচন নিয়ে এক সমীক্ষায় দেখা গেছে, ভোট গ্রহণের যে হার তা এক শতাব্দীর রেকর্ড ভেঙেছে।

২০১৬ সালের নির্বাচনের তুলনা ৫৮ শতাংশ বেশি ভোট পড়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের উদ্বেগকে উপক্ষো করে বিপুল সংখ্যক ভোটার ভোট দিতে আসেন। আগাম ভোটের এ আয়োজনের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে ভোটারদের যে আগ্রহ তা পরিলক্ষিত হচ্ছে।

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ট ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে করোনায় ২ লাখ ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যুর জন্য ট্রাম্পের দিকে আঙ্গুল তুলেছেন বাইডেন। কোভিড-১৯ মোকাবিলায় ট্রাম্প প্রশাসন ব্যর্থ দাবি করে জনগণ তাদের প্রত্যাখান করেছে-জানিয়েছেন ডেমোক্র্যাট পার্টি।

বৈশ্বিক মহামারি করোনার আক্রমণে কারণে যুক্তরাষ্ট্রের কয়েকটির রাজ্যের ভোটাররা এবার ‘মেল ইন’ ভোট দেওয়ার আবেদন করেছেন। যুক্তরাষ্ট্রে 'মেল ইন' ভোট হলো ডাকযোগে ভোট দেওয়ার বিধান। তবে ‘মেল ইন’ ভোটে ডেমোক্র্যাটদের আগ্রহ থাকায় ডোনাল্ট ট্রাম্প এতে জালিয়াতির আশঙ্কা করছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us