সারাবিশ্বে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত ১১ লাখ ৮৫ হাজার ৭৩৪ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত সংখ্যা ৪ কোটি ৫৩ লাখ ১৩ হাজার ১১৩ জন। ভ্যাকসিনের নিশ্চয়তা না পাওয়ায় দীর্ঘ হচ্ছে এর সংখ্যা।
জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, চীনে নতুন করে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তনে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যে আক্রান্ত নতুন করে বাড়লেও মৃত্যুর হার কমেছে। দেশগুলোতে দিন দিন বাড়ছে সুস্থতার সংখ্যাও।