গোয়াইনঘাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

মানবজমিন প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ০০:০০

সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার দেশের জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন মহাপরিকল্পনা রোডম্যাপ অনুসারে এগিয়ে চলছে। করোনাকালেও বর্তমান সরকার সফলতার স্বাক্ষর রেখে চলেছে। দেশের চলমান উন্নয়ন পরিক্রমায় সরকার আরোও গুরুত্বপূর্ণ সিদ্বান্ত নিয়ে অগ্রসর হচ্ছে। সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নয়ন পরিক্রমা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তিনি গতকাল সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পুকাশ স্কুল অ্যান্ড কলেজে বঙ্গবন্ধু আদর্শ লাইব্রেরী উদ্বোধন, পূর্ণানগরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি শোধনাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন, গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, গোয়াইনঘাট শিববাড়ী মন্দির রাস্তার উদ্বোধন, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন পরিদর্শন শেষে বেলা ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সিলেটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রতন লাল সাহা, গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দেব, গোয়াইনঘাট উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সামছুল আলম, দপ্তর সম্পাদক হাজী মুজিবুর রহমান, সদস্য সুভাষ দাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক মো. শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন, সদস্য মো. নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী সাবুল, সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us