সাইবার আইন সংশোধন নিয়ে আমেরিকার সেনেটের শুনানি হয়ে উঠল রিপাবলিক এবং ডেমোক্র্যাটদের রাজনৈতিক তরজার মঞ্চ। বুধবার শুরু হয়েছিল ওই বিশেষ শুনানি। তলব করা হয়েছিল ফেসবুক, গুগল, টুইটারের চিফ এগজিকিউটিভ অফিসারদেরও। সেখানেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন দুই দলের সেনেটররা। বাদ যাননি ওই তিন সংস্থার সিইও-ও। ফেসবুক, টুইটার এবং গুগলের মতো সামাজিক মাধ্যমে শালীনতা বজায় রাখার ক্ষেত্রে সংস্থাগুলির দায় কতটা, তা নিয়েই দ্বিধাবিভক্ত হয়ে পড়েন দুই দলের সেনেটররা।