ইউভেন্তুসকে হারিয়েও আক্ষেপ রবের্তোর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০, ১৬:২৫

ক্লাসিকোয় হারের পর চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুসের বিপক্ষে জয়টা খুব দরকার ছিল বলে মনে করেন বার্সেলোনার সের্হি রবের্তো। সেরি আ চ্যাম্পিয়নদের বিপক্ষে আধিপত্য করা কাতালান দলটির এদিন আরও গোল পাওয়া উচিত ছিল বলে মনে করেন এই স্প্যানিশ ফুটবলার। ইউভেন্তুসের আলিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার রাতে উসমান দেম্বেলে ও লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। স্প্যানিশ দলটির ফরোয়ার্ডরা অসংখ্য সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান বড় হতে পারত আরও।

ক্লাসিকোয় সের্জিনো দেস্তের কাছে রাইট-ব্যাক পজিশন হারানো রবের্তো এদিন খেলেছেন পুরো ৯০ মিনিট। ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তার কণ্ঠে ছিল, জয়ে ফেরার স্বস্তি।

“প্রতিপক্ষের মাঠ থেকে তিন পয়েন্ট নিতে পেরে আমরা খুব খুশি। (ইউরোপিয়ান প্রতিযোগিতায়) প্রথম দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পাওয়া সবসময় গুরুত্বপূর্ণ।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us