বেসরকারি স্কুলের ২০% ফি কমাতেই হবে, হাইকোর্টের রায়ই বহাল রাখল সর্বোচ্চ আদালত

এইসময় (ভারত) প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৮:৩১

করোনা-আবহে লকডাউনে এপ্রিল থেকে স্কুল চালু না-হওয়া পর্যন্ত ন্যূনতম ২০ শতাংশ বেতন মকুব করতে হবে স্কুলগুলোকে। যে পরিষেবাগুলি স্কুল চালু না থাকায় দেওয়া হয়নি, সেই খাতে কোনও টাকা নেওয়া যাবে না। স্কুলের শিক্ষক-কর্মীদের বেতনও বাড়বে না। বেসরকারি স্কুলের ফি নিয়ে মামলায় এমনই রায় দিয়েছিল হাইকোর্ট। বেসরকারি স্কুলগুলির বেতন কমানো নিয়ে মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট ফাইল করেছিলেন হাইকোর্টের প্রথম মামলাকারীরা। হাইকোর্টের বেতন কমানোর নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল বেসরকারি স্কুলগুলোর একাংশ।

তাদের বক্তব্য, সংখ্যালঘু স্কুল হওয়ার জন্য, তাদের নিজস্ব সংবিধান রয়েছে। তাই হাইকোর্ট এ ব্যাপারে তাদের নির্দেশ দিতে পারে না। কিন্তু এই বিষয়ে এদিন দেশের সর্বোচ্চ আদালত অভিভাবকদের পক্ষেই রায় দিল। সুপ্রিম কোর্ট অবশ্য স্কুল কর্তপক্ষের দু'টি আপত্তিই খারিজ করে দিয়েছে বুধবার। তবে, হাইকোর্ট ওই ২০ শতাংশ ছাড় ছাড়াও তুলনায় অর্থনৈতিক ভাবে দুর্বল অভিভাবকদের আরও কিছু সুবিধা দেওয়া ও স্কুলের অ্যাকাউন্টস পরীক্ষা করার জন্য যে কমিটি গঠ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us