ইরান ভেতরে-বাইরে নানামুখী চ্যালেঞ্জের মুখে থাকার এই সময়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু দেশটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। ধর্মগুরু থেকে প্রেসিডেন্ট হওয়া ইব্রাহিম রাইসি ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হবেন বলে মনে করা হচ্ছিল।
বর্তমানে ইরানের ৮৫ বছর বয়সী সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসাবে রাইসির নামও শোনা গেছে। কিন্তু তার মৃত্যুতে এখন এ পদে ভবিষ্যতে কে আসবেন, সে প্রশ্ন সামনে এসেছে।
উত্তরসূরি হওয়ার মতো কোনও প্রার্থী আপাতত না থাকায় এ পদের দৌড়ে এখন অনেকেই সামনে আসতে পারেন এবং তাদের মধ্যে শুরু হয়ে যেতে পারে তুমুল প্রতিদ্বন্দ্বিতা।