আরব বিশ্বের অনেক দেশে নারীদের ওপর যৌন নির্যাতনের কথা শোনা গেলেও সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এক অপ্রত্যাশিত চিত্র। সেখানে দেখা গেছে আরব দেশগুলোতে নারীদের চেয়ে পুরুষরাই বেশি মৌখিক যৌন হয়রানি এবং শারীরিক যৌন আক্রমণের শিকার হন। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই জরিপটি চালায়। জরিপে উঠে আসা এই তথ্য নিয়ে বেশ শোরগোল পড়ে গেছে আন্তর্জাতিক মিডিয়ায়। এমন ঘটনা কি আসলেও সত্যি হতে পারে? আসুন জেনে নেয়া যাক নির্যাতনের শিকার একজনের বাস্তব অভিজ্ঞতা।
১৩ বছর বয়সী সামি (আসল নাম নয়) তার স্কুলের টয়লেটে ছিলেন, সে সময় ১৫ থেকে ১৭ বছর বয়সী তিনটি ছেলে তাকে দেয়ালের একপাশে ঠেসে ধরে। তারা সামির শরীরের একটি অংশে নোংরাভাবে স্পর্শ করতে থাকে। শুরুতে সামি ভয়ে জমে গিয়েছিলেন, এতো বড় ধাক্কায় তার শরীর যেন কাজ করছিল না। কিছুক্ষণ পর তিনি তার কণ্ঠ খুঁজে পান। সেই কিশোর বলেন, 'আমি চিৎকার শুরু করি। পরে প্রধান শিক্ষককে ডাকা হয়।'