আদিবাসী মাওরিদের অধিকার খর্ব করবে এমন একটি বিলের প্রতিবাদে নিউজিল্যান্ডের পার্লামেন্টের সামনে প্রায় ৪২ হাজার মানুষ বিক্ষোভ করছেন।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।
১৮৪০ সালে উপনিবেশ স্থাপনের সময় ব্রিটিশ রাজ ও নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি প্রধানদের মধ্যে একটি চুক্তি সই হয়, যেটি 'ওয়েটাঙ্গির চুক্তি' নামে পরিচিত। দুই পক্ষের সমন্বয়ে কীভাবে দেশের শাসনকার্য পরিচালিত হবে, তার বর্ণনা ছিল সে চুক্তিতে। এতদিন এই চুক্তি অনুযায়ীই আইন ও নীতি-নির্দেশনা তৈরি করে এসেছে দেশটি।
গত ৭ নভেম্বর নিউজিল্যান্ডের মধ্য-ডানপন্থী সরকার ১৮৪ বছরের এই চুক্তিতে পরিবর্তন আনবে এমন একটি বিল উত্থাপন করে পার্লামেন্টে।