‘টেক্সট ফর ইউ’ নামক একটি রোমান্টিক ধারার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে হলিউড তারকা স্যাম হিউগান এবং পাঁচবারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সেলিন ডিওনকে।
সিনেমাটি পরিচলনা করছেন জিম স্ট্রোস। এটি নির্মিত হচ্ছে ২০১৬ সালের বক্স অফিস মাতানো জার্মান ভাষার সিনেমা এসএমএস ফার ডাইচ দ্বারা অনুপ্রাণিত হয়ে। যা সোফি ক্র্যামারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল।