নারীদের যৌন দাসত্বে বাধ্য করার কারণে সেক্স কাল্ট গুরু কিথ রনিয়্যারিকে ১২০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। যৌনকর্মের জন্য মানব পাচার, জালিয়াতি, শিশু পর্নোগ্রাফিসহ বিভিন্ন অপরাধে নেক্সিয়াম সেক্স কাল্টের প্রতিষ্ঠাতা কিথ রনিয়্যারিকে গত বছর অভিযুক্ত করা হয়। নেতা হওয়ার কারণে নারীদের দলে অন্তর্ভুক্ত করা হতো এবং তাদের জোর করে বাধ্য করতেন তার সাথে যৌন সম্পর্ক করার জন্য।
ভুক্তভোগী নারীদের মারাত্মক ক্ষতি করার দায়ে ৬০ বছর বয়সী রনিয়্যারির বাকি জীবন কারাগারে থাকা উচিত বলে মন্তব্য করেছেন মামলার কৌঁসুলিরা। মঙ্গলবার ( ২৭ অক্টোবর) ব্রুকলিনের আদালতে রনিয়্যারিকে প্রায় সাড়ে ১৭ লাখ ডলার জরিমানাও করা হয়। গত বছর মামলার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে রনিয়্যারি কোনও বক্তব্য দেননি এবং কাল্টের অন্যান্য নেতৃস্থানীয় সদস্যরা দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন।