কুলাউড়ায় নলকূপ কাণ্ড! সুলতান মনসুর বললেন: কে ধনী কে গরিব—এটা বিষয় না

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৫:০৫

মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি প্রকল্পের গভীর নলকূপ বিতরণে স্থানীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, দুস্থদের বাদ দিয়ে অনেক রাজনৈতিক নেতা, ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী ও প্রবাসীকে তালিকায় স্থান দেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, তিনি যাকে প্রয়োজন মনে করেছেন, তাকেই নলকূপ দিয়েছেন।

তালিকায় নাম থাকা ব্যক্তিদের মধ্যে আছেন—বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহান উদ্দিন (তিন ভাই লন্ডনে থাকেন), ধনাঢ্য সবুজ উদ্দিন ও ধনাঢ্য ব্যক্তি মো. দলা মিয়া। ভূকশিমইল ইউনিয়নের তালিকায় রয়েছেন ডা. মামুন, ইউনিয়ন যুুবলীগের সাবেক নেতা এনামুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম খান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা ধীরেন্দ্র মোহন দাস, ইউনিয়ন যুুবলীগের সভাপতি বীরেন্দ্র কান্ত দাস। ভাটেরা ইউনিয়নের তালিকায় রয়েছেন উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হামিদ খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান ছালাম, যুক্তরাষ্ট্রপ্রবাসী মুজিবুর রহমান তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন মিয়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us