You have reached your daily news limit

Please log in to continue


বছরজুড়ে আলোচিত মহামারি ও ধর্ষণ অন্তর্ভুক্ত হচ্ছে পাঠ্যপুস্ত‌কে

২০২০ সাল জুড়ে দুটি আলোচিত শব্দ ‘মহামারী করোনা’ ও ‘ধর্ষণ’। বিষয় দুটি নিয়ে সচেতনতা সর্বস্তরে ছড়িয়ে দিতেই এই অন্তর্ভুক্তির প্রস্তুতির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এরইমধ্যে একটি প্রস্তাবনাও তৈরির উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। চলতি বছরের শুরু থেকেই মহামারী শুধু দেশে নয় বিশ্বব্যাপী আঘাত হানে। ২০২০ সালের পুরো বছরটিই অজানা এক আতঙ্কে কাটাচ্ছে শিক্ষার্থীরা। তাদের জীবন থেকে একটি শিক্ষাবর্ষ হারিয়ে গেছে। এরপর বছরের শেষ ভাগে এসে দেশব্যাপী সর্বাধিক গুরুত্ব পায় ধর্ষণের বিষয়টি। শিক্ষার্থীরাই বেশির ভাগ এর শিকার হচ্ছেন। এসব বিষয় বিবেচনায় পাঠ্যপুস্তকে করোনা এবং ধর্ষণ ইস্যু দু’টিকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে এনসিটিবি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন