ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চলমান উচ্ছেদ অভিযানে বংশালের নওয়াব ইউসুফ মার্কেটে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ সময় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় অবৈধভাবে স্থাপিত একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয় ভেঙে দেয় এবং সব মিলিয়ে ২০টি অবৈধ স্থায়ী স্থাপনা উচ্ছেদ করে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, নওয়াব ইউসুফ মার্কেটে অবৈধ স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদের লক্ষ্যে গত ২০ অক্টোবর প্রথম দফায় অভিযান পরিচালনা করা হয়। সেদিন ২০টি অবৈধ স্থায়ী স্থাপনা ভেঙে ফেলা হয়। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ে অভিযান পরিচালনা করা হয় এবং অবৈধ ২০টি স্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।