শরৎ শেষে প্রকৃতিতে এখন শীতের আমেজ। শীতকাল মানেই রুক্ষ, মলিন, পাতাঝরার দিন। প্রকৃতির রুক্ষতায় বিবর্ণ হয়ে যায় ত্বক এবং চুলও। তাই শীতকে অভ্যর্থনা জানান প্রাকৃতিক উপায়ে। ঘরোয়া ভেষজ উপকরণে রোজকার রূপচর্চায় জেল্লা বাড়ুক ত্বকের। ঝলমলে থাকুক চুল। সতেজতায় ঢেকে রাখুন নিজেকে। যাতে হিমেল হাওয়া দাগ না ফেলতে পারে আপনার সৌন্দর্যে।শীতের রূপচর্চায় থাকুক আয়ুর্বেদসৌন্দর্যের জোয়ারে ভাটার টান কেন ধরবে শীতে? যেখানে ভেষজ যত্ন নিলেই মাথা থেকে পায়ের পাতা তারুণ্যে ঝলমলিয়ে ওঠে যেকোন মৌসুমে। তবে শীতকালে ত্বক চায় একটু বেশিই যত্ন। প্রাকৃতিক উপায়ে কিভাবে যত্ন নেবেন ত্বকের জেনে নিন।