নব্বই দশকের মাঝামাঝি সময়টা ছিলো রোমান্টিক নায়কদের জয়জয়কার। অনেক নায়কের আগমন ঘটেছে। প্রায় সবাই সফল সিনেমার নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তবে অনেকেই ধারাবাহিক হতে পারেননি দীর্ঘ সময়।
তাদের ভিড়ে লাভারবয় বা রোমান্টিক হিরো তকমা নিয়ে এক দশকের বেশি সময় পার করা নায়কের নাম রিয়াজ। ১৯৯৫ সালে তিনি চলচ্চিত্রে আগমন করেন। নিজের স্টাইল, অভিনয়ের সাবলীলতা আর কাজের প্রতি ভালো লাগার সূত্রে নামের সাথে জনপ্রিয়তার তকমা লাগতে বেশিদিন সময় লাগেনি চিত্রনায়ক রিয়াজের। সালমান পরবর্তী সময়টাতে তিনি হয়ে উঠেছিলেন নির্মাতাদের প্রথম ও সেরা পছন্দ।