নোয়াখালীর সুবর্ণচরে বৃদ্ধা নুর জাহান বেগমকে পাঁচ টুকরো করে হত্যা মামলায় তিনজনের নয়দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক এসএম মোসলে উদ্দিনের আদালতে তাদের তিনদিন করে নয়দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. জাকির হোসেন।
তিনি জানান, রোববার সকালে ওই তিনজনের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের তিনদিন করে নয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন- চরজব্বর ইউপির জাহাজমারা গ্রামের মমিন উল্যার ছেলে মো. ইসমাইল, একই গ্রামের মারফত উল্যার ছেলে মো. হামিদ ও কালাম ওরফে মামুন।
৭ অক্টোবর বিকেলে উপজেলার চরজব্বার ইউপির ১ নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে ওই বৃদ্ধার টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ।