ভাবুন তো একবার, করোনায় এ সময়ে কোনো ব্যবসা আছে যেখানে মাত্র আড়াই মাসে আপনার টাকা তিন–চার গুণ হয়ে যাবে। অথচ করোনার হানায় বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতি পোষাতে হিমশিম খাচ্ছে। এ কারণে কর্মী ছাঁটাইসহ নানা পন্থায় খরচ কমাচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। এমন সময়ে শেয়ারবাজারে বিমা খাতের কিছু কোম্পানির শেয়ারের দাম দ্বিগুণ, তিন গুণ, চার গুণ পর্যন্ত বেড়েছে। এসব শেয়ারে যাঁদের বিনিয়োগ ছিল, তাঁদের টাকা মাত্র আড়াই মাসে কয়েক গুণ হয়ে গেছে।
এমন লাভের কথা শুনে নিশ্চয় আপনার চোখ কপালে ওঠে গেছে। তা হওয়ারই কথা। মানুষ যখন জীবন–জীবিকার সঙ্গে লড়াই করছে টিকে থাকতে, সেখানে শেয়ারবাজারে বিমা খাতের কোম্পানিগুলো যেন ‘আলাদিনের চেরাগ’ হয়ে উঠেছে। ভাবছেন, এখনই জমানো সব টাকা নিয়ে এসব শেয়ার কিনতে ছুটবেন। তাহলে একটু থামুন। কারণ, এভাবে মূল্যবৃদ্ধি পাওয়াটা একেবারেই অস্বাভাবিক। এ নিয়ে উদ্বিগ্ন বাজারের বেশির ভাগ বিনিয়োগকারী। শুধু কি বিনিয়োগকারী, বিমা কোম্পানির অনেক মালিকও জানেন না এই উত্থানের সঠিক কারণ।