পীর হাবিবের বাসায় হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

ঢাকা টাইমস প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১৯:০০

বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের উত্তরার বাসায় গুজব ছড়িয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে সুনামগঞ্জে। শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, অবস্থা দৃষ্টে প্রতীয়মান হয়েছে, সাংবাদিক পীর হাবিবুর রহমানের রাজধানীর উত্তরার বাসায় গুজব ছড়িয়ে যে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে- সেটি ছিল পূর্বপরিকল্পিত।

এই হামলার পেছনে একটি স্বার্থান্বেষী মহলের ইন্দন ও অংশগ্রহণ রয়েছে। এদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসার আহবান জানান বক্তারা। এই হামলার পেছনে সুনামগঞ্জের কোন মহল জড়িত থাকলে তাদেরও খোঁজে বের করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান বক্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us