মাধ্যমিক শিক্ষার বেশ কিছু সমস্যা ইদানীং গণমাধ্যমে উঠে এসেছে। বর্তমান সময়ে একটি বিষয় সর্বাধিক আলোচিত হচ্ছে, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে। জানা যায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণি করার দাবি জানিয়ে আসছে। এই দাবি বাস্তবায়নের লক্ষেই বর্তমান সরকার ২০১২ সালের ১৫ মে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল অপরিবর্তিত রেখে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত করে।
পরবর্তী সময়ে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছিল, তাদের যোগদানের আট বছর পূর্ণ হলে শূন্যপদ সাপেক্ষে শতকরা ৫০% প্রথম শ্রেণি করা হবে। পরবর্তী ধাপে তারা প্রথম শ্রেণি যা বর্তমানে নবম গ্রেডে উন্নীত হলেও তারা আর্থিক কোনো সুবিধা পাবে না।