অ্যান্ড্রয়েডে ফেস আনলক সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

প্রথম আলো প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১১:১০

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ তার অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য ফেস আনলক সুরক্ষা চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফিচারটি ইতিমধ্যে আইফোন ব্যবহারকারীদের জন্য চলে এসেছে। তবে তা অ্যান্ড্রয়েডে ছিল না।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে সফটওয়্যার হালনাগাদ গুগল প্লে বিটা প্রোগ্রামে জমা দিয়েছে। যখনই এ সুবিধা চালু হয়ে যাবে, তখন অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা ফেস আনলক সুবিধা ব্যবহার করতে পারবেন। এতে হোয়াটসঅ্যাপ চ্যাট নিরাপদ থাকবে। অবশ্য নতুন ফিচারটি অনেকটাই ডিভাইসকেন্দ্রিক। যখন কেউ ফোন পরিবর্তন করবে, তখনই তাকে ফেস আনলক নতুন করে চালু করতে হবে। এটা অনেকটাই ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক লক সিস্টেমের মতো। তবে তা হোয়াটসঅ্যাপ পিনের চেয়ে আলাদা।

এদিকে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কোনো গ্রুপ বা কন্টাক্ট নিয়ন্ত্রণে নতুন সুবিধা পাচ্ছেন। তাঁরা চাইলে সহজে কোনো কন্টাক্ট বা গ্রুপকে মিউট করে দিতে পারবেন। আগে কোনো ব্যক্তি বা গ্রুপকে সর্বোচ্চ এক বছর বন্ধ করে রাখা যেত। এখন চাইলে চিরতরে কোনো গ্রুপ বা কাউকে বন্ধ করে রাখা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us