অনেক দেশের পক্ষ থেকে নানারকম চাপের মুখে একের পর এক নীতিমালা বদল করছে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তারই ধারাবাহিকতায় এবার গ্রাহককে ভিডিও সরানোর কারণ জানাবে প্রতিষ্ঠানটি। প্ল্যাটফর্ম থেকে গ্রাহকের ভিডিও কেনো সরালো এর আগে কখনোই তার ব্যাখ্যা দেয়নি টিকটক। গ্রাহকদেরকে শুধু প্রতিষ্ঠানটি জানাতো ভিডিওটি কোনোভাবে প্রতিষ্ঠানের নীতিমালা অমান্য করেছে।
ভিডিও সরানো হলে আপিল করতে পারতেন গ্রাহক। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, এবারে আপিল করার ক্ষেত্রে অন্তত গ্রাহকের কাছে একটি ধারণা থাকবে ‘কেনো আপিল করছেন’।