দুর্গাপূজায় সংসদ টিভিতে ক্লাস বন্ধ ২৯ অক্টোবর পর্যন্ত
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৪:৫৪
দুর্গাপূজা উপলক্ষে ২৯ অক্টোবর পর্যন্ত সংসদ টিভিতে প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস বন্ধ থাকবে। আগামী ১ নভেম্বর থেকে আবার সংসদ টিভিতে ক্লাস প্রচার করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস চলছে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টিভিতে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস প্রচার করা হচ্ছে।